ঢাকা, বৃহস্পতিবার   ২৩ অক্টোবর ২০২৫

সাইফের পর ফিরলেন সৌম্যও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৫৯, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ হয়েছেন সাইফ হাসান। তার আগে ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করেন সাইফ। সাইফের বিদায়ের পর পরই আউট হয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার।

১৭৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ রান যোগ করতেই দ্বিতীয় উইকেটর পতন। দলীয় ১৮১ রানে সৌম্য সরকার আউট হন।

২৯তম ওভারের আকিল হোসেন প্রথম বলে হাাঁকাতে গিয়ে মিডউইকেটে অগাস্টের হাতে ক্যাচ দিয়েছেন ৯১ রানে দাঁড়ানো সৌম্য। তাতে চতুর্থ ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া হলো না সৌম্যর। ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান করেন সৌম্য।

উইকেটে আছেন তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত।

এর আগে ২২তম ওভারের দ্বিতীয় বলে ১৫০ পেরিয়েছে বাংলাদেশ। সাইফের ষষ্ঠ ছক্কায় মাইলফলকটি পার হয় বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠবার ১৫০ রান এলো। সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ও তামিমের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি